সুন্দর নগর উপহারের প্রতিশ্রুতি জায়েদা খাতুনের
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
অভিষেক অনুষ্ঠানে ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে নবনির্বাচিক মেয়র জায়েদা খাতুন
গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব নিয়ে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, ‘গাজীপুর নগরবাসী আমার উপর যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আল্লাহর ওপর ভরসা করে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলে জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও আধুনিক নগর নগরবাসীকে উপহার দেব।’
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অভিষেক ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরে মেয়র নগর ভবনে গিয়ে তার আসনে বসেন। এসময় তার ছেলে জাহাঙ্গীর আলম পাশেই ছিলেন।
আরও পড়ুন: মেয়র জায়েদা খাতুন আজ দায়িত্ব নিচ্ছেন
নগরবাসীর উদ্দেশ্যে মেয়র জায়েদা খাতুন বলেন, ‘আপনারা লাখ লাখ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার আগেও আমার ছেলে জাহাঙ্গীর আলমকে মেয়র পদে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি নির্বাচিত কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে সেবা দিতে ও দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি।’
অভিষেক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, ‘আপনারা আমার মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা-ও বলেছেন তার জীবনবাজী রেখে আপনাদের পাশে থাকবেন ও সেবা দেবেন। আপনরা জানেন নির্বাচনের প্রচারণার কাজে টঙ্গীতে গেলে তিনি বারবার বাঁধা ও হামলার শিকার হয়েছেন। তারপরও তিনি থেমে যাননি।’ গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নানসহ নবনির্বাচিত কাউন্সিলরগণ। তবে অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনর কর্মকর্তা এবং এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের কোনো বড় নেতাকে দেখা যায়নি।
রেজাউল/ মাসুদ