ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের ক্যাম্প উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের ক্যাম্প উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯ এর অধীনে ক্রাইম প্রিভেনশন সিপিসি কোম্পানি ক্যাম্প-১ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৈরতলার সরকার পাড়ায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেন, ‘দেশে দুর্নীতি হচ্ছে, উন্নতিও হচ্ছে। দেশে বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে।’ 

দেশের বর্তমান প্রজন্মের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এখন ছেলেরা এইচএইসসি পাস করে দেশ থেকে বাহিরে চলে যেতে চায়। কেন যেতে চায়? কেননা দেশে রেফারেন্স ছাড়া কাজ হয় না। চাকরি করতে গেলে হয় রেফারেন্স, নয়ত অর্থ লাগে! এজন্য কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন।’

তিনি বলেন, ‘দেশের জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে, এমন না; দেশের জন্য সকলে মিলে কাজ করতে হবে।’  

র‌্যাব প্রধান বলেন, ‘দেশের পরবর্তী জেনারেশন বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সকলে একসঙ্গে কাজ করতে হবে। সবাই একসঙ্গে কাজ না করলে আগামী ১০ বছর পরে এই প্রজন্মের ছেলে-মেয়েরা কোনো বাহিনীতে কাজ করতে পারবে না। কারণ তারা মাদকে আসক্ত থাকবে। এখন শুধু ছেলেরা মাদকে জড়াচ্ছে এমন না, এখন মেয়েরাও মাদকে আসক্ত হচ্ছে।’ 

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক মাহাবুবুল আলম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো.  শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ খান রফিকুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক প্রমুখ।
 

রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়