ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩
পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

মাগুরার মোহম্মদপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহাগ মোল্যা (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিনোদপুর-মাগুরা আঞ্চলিক মহাসড়কের তল্লাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ মোল্যা উপজেলার বিনোদপুর ইউনিয়নের ম্যাক্সিমাইল গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে। সোহাগ পুরনো লোহা কেনা-বেচার ব্যবসা করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ মোল্যা ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে তল্লাবাড়িয়া পৌঁছানোর পর রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সোহাগ মোল্যা নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি মেহগনিগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। এ ঘটনায় মেনন মোল্যা (৯০) নামের স্থানীয় এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

মোহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহীন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়