ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

স্যালাইনের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে অভিযান

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২৩  
স্যালাইনের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে অভিযান

স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে শেরপুরে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসময় স্যালাইনের দাম বেশি রাখার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার হাসপাতাল রোড ও নিউমার্কেট থেকে রঘুনাথ বাজার এলাকা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেন, ডেঙ্গুর প্রভাব বিস্তারের ফলে দেশে স্যালাইনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরবরাহ কমের কথা বলে দাম বৃদ্ধি করেছে স্যালাইনের। বাজারে সরবরাহ ঠিক থাকার পরেও এমন ঘটনা যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়