ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

পাহাড়ে পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী 

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩  
পাহাড়ে পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী 

পাহাড়ে পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর পাশে দাঁড়ালো সেনাবাহিনী। ম্রো জনগোষ্ঠীর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের হাতে তুলে দেওয়া হলো শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় নানা সামগ্রী।

বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) বান্দরবান-থানচি সড়কে দুর্গম এলাকা চিম্বুকপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ম্রো  শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ৬৯ পদাতিক বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ (এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি)।

প্রধান অতিথি এসব সামগ্রী বিতরণকালে ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় ম্রো জনগোষ্ঠীর ৮৫জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, অভিভাবক ও শিক্ষকদের মাঝে পাহাড়ী এলাকায়   প্রয়োজনীয় সামগ্রী ছাতা, টর্চ লাইট ও ড্রেস তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর মো. শায়েখ উজ জামান, সদর জোনের কমান্ডার মাহমুদুল হাসান, চিম্বুক পাড়ার কারবারি, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

চাই মং/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়