ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সাংবাদিকদের আপত্তি থাকায় ধারায় পরিবর্তন আনা হয়েছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
সাংবাদিকদের আপত্তি থাকায় ধারায় পরিবর্তন আনা হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‌‘সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে।’

শুকবার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের পশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে,দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে আইনমন্ত্রী আখাউড়ায় আসেন। 

আইনমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। চারটি বিষয় বাদে বাকিগুলোতে বিনা পরোয়ানায় কাউকে গেপ্তারেরও সুযোগ নেই।

দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় আইনমন্ত্রী তার বক্তব্যে শেখ হাসিনার পক্ষে ভোট চান। আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির পথম সপ্তাহে নির্বাচন হবে বলেও জানান তিনি।

আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়