ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

গাজীপুরে শিয়ালের কামড়ে আহত ১৭

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৩
গাজীপুরে শিয়ালের কামড়ে আহত ১৭

ফাইল ফটো

গাজীপুর মহানগরীর চান্দপাড়া এলাকায় শিয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মহানগরীর চান্দপাড়া এলাকার একটি জঙ্গল থেকে হঠাৎ দুটি শিয়াল বের হয়ে আসে। এর মধ্যে, একটি শিয়াল মানুষ দেখে জঙ্গলে ঢুকে পড়ে। অন্যটি সামনে থাকা লোকজনকে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এতে ১৭ জন আহত হয়েছেন। পরে এলাকাবাসী শিয়ালটি পিটিয়ে মেরে ফেলে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রোকন সরকার বলেন, রাতে হঠাৎ শিয়ালটি জনসম্মুখে চলে আসে। সাধারণত শেয়ার একাধিক মানুষ দেখলে পালিয়ে যায়। কিন্তু এই শিয়ালটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জয়রাজ বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়