ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চট্টগ্রামে আলুর আড়তে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রামে আলুর আড়তে অভিযান

সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন আলুর আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় রেয়াজুদ্দিন বাজারের তিনটি আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে আলুর আড়তগুলোতে চালানো অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ। 

ফয়েজ উল্লাহ জানান, সরকার দাম নির্ধারন করে দিলেও আড়ত ও খুচরা বাজারে ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন। বাজার তদারকি ও আলুর দাম নিয়ন্ত্রণে  ভোক্তা অধিকার এই অভিযান পরিচালনা করেছে। অভিযানে রেয়াজুদ্দিন বাজারের তিনটি আড়তে মূল্য তালিকা প্রদর্শন এবং আলুর ক্রয় রশিদ দেখাতে না পারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে খুচরা পর্যায়ে আলুর দাম ৩৫-৩৬ টাকা কেজি সরকার নির্ধারন করে দিলেও খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন চট্টগ্রাম ভোক্তা অধিকারের কর্মকর্তারা। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়