ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

পাচার হওয়া ১৯ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৩
পাচার হওয়া ১৯ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত 

বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই ১৯ জনকে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ আইনী প্রক্রিয়া শেষে তাদের তিনটি এনজিও’র কাছে তুলে দেয়। 

দেশে ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, সীমান্ত পথে দালালের মাধ্যমে ভালো কাজের আশায় ভারতে যান ফেরত আসারা। দাদালরা ভারতে তাদের ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করে। সে সময় জীবন বাঁচাতে স্বেচ্ছায় ভারতীয় পুলিশের কাছে ধরা দেন অনেকে। আবার অনেককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে পুলিশ। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় নাগরিকতা যাচাই শেষে আজ ১৯ বাংলাদেশি দেশে ফিরে আসেন। আইনী সহয়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।  

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়