ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ভারতে পাচার হচ্ছিল ৪৫ কচ্ছপ, উদ্ধার করে গাজীপুরে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৩  
ভারতে পাচার হচ্ছিল ৪৫ কচ্ছপ, উদ্ধার করে গাজীপুরে অবমুক্ত

কুমিল্লা থেকে উদ্ধার করা বিলুপ্তপ্রায় ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কচ্ছপগুলো উদ্যানের খালে অবমুক্ত করা হয়।

এর আগে, গত মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলা উদ্ধার করে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে মোংলাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের মধ্যে থাকা কার্টুনের ভেতর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কচ্ছপগুলো বাগেরহাট মোল্লারহাটে নেয়ার কথা ছিল। কচ্ছপ বহনকারী কিশোর হওয়ায় তাকে স্বজনদের কাছে নজরদারিতে রাখা হয়েছে। এখানে চার জাতের কচ্ছপ ছিল।

সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, কচ্ছপগুলো ভারত পাচার হচ্ছিল বলে জানা গেছে। এগুলা বিলুপ্তপ্রায় প্রাণী।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়