ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সাগরে ভাসমান সেই ১৭ জেলে উদ্ধার 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩
সাগরে ভাসমান সেই ১৭ জেলে উদ্ধার 

মাছ শিকারে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ট্রলারসহ সাগরে ভাসমান ১৭ জেলেকে উদ্ধার করেছে মান্দার বাড়িয়া বন বিভাগ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মান্দার বাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জেলেদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

আরও পড়ুন: ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে ভাসছে ১৭ জেলে

গোলাম মোস্তফা বলেন, মান্দার বাড়িয়া বন বিভাগের একটি টহল টিম ১৭ জেলেকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে গেছে। মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির একটি ট্রলার জেলেদের আনার জন্য মান্দার বাড়িয়া বন বিভাগের উদ্দেশ্যে যাচ্ছে। আগামীকাল রোববার সন্ধ্যার মধ্যে জেলে ও ট্রলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে পৌঁছাবে। জেলেরা সবাই সুস্থ আছেন।

এর আগে, বরগুনার পাথরঘাটার ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরন পয়েন্ট থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে যাওয়ার সময় গত মঙ্গলবার ইঞ্জিনের গিয়ার ভেঙে বিকল হয়ে পড়ে ট্রলারের ইঞ্জিন। ‌‘এ‌ফবি মা’ নামের ট্রলারটির মালিক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বাদুরতলার বাসিন্দা আব্দুস ছালাম। 

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়