ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কালিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩  
কালিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামের বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিযোগিতা দেখতে বিলের দুই পাড়ে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চাচুড়ী বিলে চাচুড়ী উত্তর পাড়া যুব সংঘ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগীতায় ১২টি নৌকা অংশ  নেয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগীতায় প্রথম হয়েছে দাড়িয়াঘাটার নিতাই সাধুর নৌকা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ডহর চাচুড়ী গ্রামের নবীর গাজীর নৌকা এবং চাচুড়ীর আকবরের নৌকা। 

আরো পড়ুন:

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় অতিরিক্ত সচিব (অব.) নিশ্চিন্ত কুমার পোদ্দার, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আশিষ ভট্টাচার্য প্রমুখ।

শফিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়