ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

এবার ৩০০ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি : জিএম কাদের

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩
এবার ৩০০ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। সে লক্ষ্যে জাতীয় পার্টি এককভাবে এগিয়ে যাচ্ছে।

শনিবার  (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, জনগণের পক্ষে কথা বলা মানেই সরকারের বিরুদ্ধে কথা বলা। এই সরকারের আমলে মানুষ প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছে। দুনীতিতে দেশ ভেসে গেছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমসহ সবার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এক সময় মানুষ আর টেলিভিশন দেখবে না। টেলিভিশনে শুধু সরকারের গুণাবলী প্রকাশ করা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের মালিক জনগণ কিন্তু সরকার তাদের সমালোচনা করার সুযোগ দিচ্ছে না। সরকার রাষ্ট্রকে নিজের মতো করে ব্যবহার করছে। যেখানে জনগণের কোনো কথা শুনছে না।

জামাল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়