ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

হবিগঞ্জে বেশি দামে আলু বিক্রি, জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৩  
হবিগঞ্জে বেশি দামে আলু বিক্রি, জরিমানা

হবিগঞ্জে বেশি দামে আলু বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কৃষি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

অভিযানে মেসার্স মদিনা বাণিজ্যালয়, মেসার্স একতা বাণিজ্যালয় ও মেসার্স শাহীন ষ্টোরকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির সুযোগ নেই।

মামুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়