ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

চিংড়িতে জেলি পুশ, ৬ জনকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩
চিংড়িতে জেলি পুশ, ৬ জনকে জেল-জরিমানা

খুলনায় চিংড়িতে জেলি পুশ করায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) নগরীর নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- আসাদুল, চাঁন মিয়া, সিরাজুল, মনির, রুবেল ও রিপন শেখ। র‌্যাব-৬ খুলনার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নতুন বাজার এলাকার মেসার্স এসএস ফিস ট্রেডার্স ডিপোতে অভিযান চালানো হয়। এ সময় বাইরে থেকে দরজায় তালা দিয়ে ভেতরে চিংড়িতে অপদ্রব্য (জেলি) পুশ করা হচ্ছিল। পরে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ৬ জনকে।

অভিযানে ডিপো থেকে উদ্ধার করা হয় পুশকৃত ৩০০ কেজি চিংড়ি। যা ধ্বংস করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নূরুজ্জামান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়