ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৩  
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন

কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব চত্বরে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপিত রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ। পরে প্রেসক্লাবের উন্নয়নে সৈয়দ শামসুল হক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজ শুরু হয়। ভবনটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। ভবনে ১০০ আসনের একটি হলরুম, দুটি অফিস রুম, একটি সভাকক্ষ, কিচেনসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।

আরো পড়ুন:

বাদশাহ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়