ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

৩ কোটি টাকা আত্মসাৎ: আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৩
৩ কোটি টাকা আত্মসাৎ: আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

গ্রাহকের প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে পঞ্চগড়ের আদালত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল বিচারক অলরাম কার্জির আদালতে তোলা হলে তিনি এ আদেশ দেন।

২০২১ সালে একই ব্যাংকের বোদা শাখার ব্যবস্থাপক বিধান কুমার ভৌমিক পঞ্চগড়ের বোদা আমলী আদালত-৩ এ মামলা করেন। পুলিশের পিটিশনে ঢাকার কারাগার থেকে আসামিকে সকালে পঞ্চগড়ে আনা হয়।

মামলা সূত্রে জানা যায়, আজিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডে দীর্ঘ সময় ধরে গ্রাহকরা প্রায় তিন কোটি টাকা জমা করেন। এ টাকা আত্মসাতের অভিযোগে শাখা ব্যবস্থাপক বিধান কুমার ভোমিক চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, গত বছরের ২০ সেপ্টেম্বর তাজুল ইসলামের নামে ঢাকার রমনা থানায় গ্রাহকের টাকা আত্মসাৎসহ প্রতারণার মামলা হয়। চলতি বছরের ২৬ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
 

নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়