ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

প্রবাসী স্বামী টাকা না পাঠানোয় গৃহবধূর আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৩  
প্রবাসী স্বামী টাকা না পাঠানোয় গৃহবধূর আত্মহত্যা

স্বামী বশীর বিশ্বাস ওমান প্রবাসী। সম্প্রতি বাড়িতে ঠিকমতো টাকা না পাঠানোয় পাওনাদারদের বকেয়া পরিশোধ করতে পারছিলেন না স্ত্রী কোহিনুর বেগম।

এছাড়া, কয়েকদিন ধরে শারীরিক জ্বালাপোড়া রোগে ভুগছিলেন কোহিনুর। মানসিক দুশ্চিন্তা ও অসুস্থতায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের বাঘিয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোহিনুরের স্বামী বশীর কিছু লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ওমানে যান। এরপর থেকে তিনি নিয়মিত টাকা পাঠালে স্ত্রী পাওনাদারদের বকেয়া অল্প অল্প করে শোধ করতেন। কিন্তু হঠাৎ বশীর বাড়িতে ঠিকমতো টাকা পাঠাচ্ছিলেন না।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এর মধ্যে, কোহিনুর কিছুদিন ধরে শারীরিক জ্বালাপোড়া রোগে ভুগছিলেন। মানসিক দুশ্চিন্তা ও অসুস্থতায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয়রা বিষটি টের চেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাদল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়