ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ক্যাম্পাসে চায়ের দোকানে দুই গ্রুপের তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং সিক্সটি নাইনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার পর উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আলম সিকদার জানান, ছাত্র লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। 

আরো পড়ুন:

প্রায় ঘণ্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে চার জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিএফসি গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপ নামে ছাত্রলীগের দুটি গ্রুপ সক্রিয় রয়েছে। বিভিন্ন সময়ে এ দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সিএফসি গ্রুপের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইন গ্রুপের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু।
 

রেজাউল/এনএইচ/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়