ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

স্কুলে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে পড়ে মা-মেয়ে নিহত

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
স্কুলে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে পড়ে মা-মেয়ে নিহত

রংপুরে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে পড়ে কৃষ্ণারানী সরকার (৩৪) নামে এক শিক্ষিকা ও তার মেয়ে রাজশ্রী সরকার (১০) মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিক্ষিকার স্বামী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রংপুর মহানগরীর বুড়িরহাট রোডে চব্বিশহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কৃষ্ণারানী সরকার গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাদের গ্রামের বাড়ি গঙ্গাচড়ার আলমবিদিতর তুলসিরহাটে। তিনি স্বামী-সন্তানসহ রংপুর মহানগরীর মেডিকেল পূর্বগেট পাকার মাথায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

গঙ্গাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, সকালে স্বামী ব্রজেন্দ্র নাথ সরকারের মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন কৃষ্ণারানী সরকার। এ সময় সঙ্গে তাদের ছোট মেয়ে শুভশ্রী সরকার ও বড় মেয়ে রাজশ্রী সরকার ছিল। তখন বৃষ্টি ও বাতাস বইছিল।

তিনি আরও বলেন, রংপুর-গঙ্গাচড়া সড়কের চব্বিশহাজারী এলাকায় পৌঁছালে আচমকা গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়লে গুরুতর আহত হন সবাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণারানী সরকার ও তার মেয়ে রাজশ্রী সরকারকে মৃত ঘোষণা করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আমিরুল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়