ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

খুলনা সিটি কলেজের পুনর্মিলনী ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৩  
খুলনা সিটি কলেজের পুনর্মিলনী ৪ নভেম্বর

দীর্ঘ ৫৮ বছর পর প্রথমবারের মতো আগামী ৪ নভেম্বর খুলনার ঐহিত্যবাহী বিদ্যাপীঠ খুলনা সিটি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুনর্মিলনী উদযাপন কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উদযাপন কমিটির আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম বলেন, খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৫ সালে প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত দীর্ঘ ৫৮ বছর কলেজের বয়স। কিন্তু আজ পর্যন্ত কোনো পুনর্মিলনী হয়নি। এবারই প্রথম এই উদ্যোগ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলতার দিকে এগিয়ে চলছে।

তিনি বলেন, পুনর্মিলনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মূল অনুষ্ঠান ৪ নভেম্বর। 

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মোরশেদ উদ্দিন, সফিকুর রহমান পলাশ, বিশ্বাস জাফর আহমেদ, নুরুজ্জামান খান বাচ্চু প্রমুখ।
 

নুরুজ্জামান/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়