ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

হিলি বাজারে উঠেছে বারোমাসি কাটিমন আম

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৩  
হিলি বাজারে উঠেছে বারোমাসি কাটিমন আম

সুস্বাদু ও সুমিষ্ট বারোমাসি কাটিমন আম উঠেছে দিনাজপুরের হিলি বাজারে। দাম প্রতিকেজি ২৫০ টাকা। 

কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি এবং খেতে দারুণ স্বাদ, বলছেন আম ব্যবসায়ীরা। দামটা বেশি হলেও অসময়ের এই আম কিনছেন অনেকেই। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হিলি ফল বাজার ঘুরে দেখা যায়, নেপাল মালি নামের ফলের দোকানে সাজানো রয়েছে অসময়ের বারোমাসি কাটিমন আম। আমগুলো পাকা নয়, তবে কাঁচাই মিষ্টি। যার ফলে ক্রেতারা কিনছেন। অনেকেই মিষ্টি না টক তা যাচাই-বাছাই করে কিনছেন। বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। অমৌসুমে বাজারে পাওয়ায় শখের বসে পরিবারের জন্য কিনছেন ক্রেতারা। 

সানজিদা রহমান নামের একজন ক্রেতা বলেন, গতকাল ২৫০ টাকা কেজি হিসেবে আধা কেজি এই বারোমাসি আম কিনেছিলাম। বাড়িতে গিয়ে খেয়ে দেখি আসলে আমগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু। আমগুলো পাকা ছিলো না কাঁচা। তবে কাঁচাও অনেক স্বাদ। তাই আজকেও কিনতে আসছি। 

আম ব্যবসায়ী নেপাল মালি বলেন, জয়পুরহাট জেলার বাজার থেকে এই বারোমাসি কাটিমন আম সংগ্রহ করেছি। আমগুলো নওগাঁ জেলার সাপাহার উপজেলা থেকে এসেছে। ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে পাইকারি কিনে আনছি। তা খুচরা ২৫০ কেজি হিসেবে বিক্রি করছি। 

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়