ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

স্বর্ণের বারসহ টেকনাফে রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২২ সেপ্টেম্বর ২০২৩  
স্বর্ণের বারসহ টেকনাফে রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ৬৬৩.৯৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. আরাফাত (৩৫) টেকনাফ জাদিমুড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর বাসিন্দা।

লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে স্বর্ণের একটি চালান অবৈধভাবে টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করবে। বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্ট গার্ড টেকনাফ স্থল বন্দর সংলগ্ন টেকনাফ টু কক্সবাজার সড়কে বিশেষ অভিযান চালায়। রাত দেড়টার দিকে বন্দরের মেইন গেইট দিয়ে আসা ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। এসময় ওই ব্যক্তি কক্সবাজারগামী একটি   সিএনজি চালিত অটোরিকশায় ওঠার চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কোমড়ে পলিথিন দিয়ে মোড়ানো রাবারের টিউব পাওয়া যায়। পরে টিউবটির ভেতর থেকে ৬৬৩.৯৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ২২ হাজার ৩০৩ টাকা। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বার টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের কাছে এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়