ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

চবিতে ফের ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:৫২, ২২ সেপ্টেম্বর ২০২৩
চবিতে ফের ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষে হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ও দুই গ্রুপে সংঘর্ষে জড়ায়। 

ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা জানায়, আজ সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবাদমান ‌‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) এবং ‘সিক্সটি নাইন’ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপ দুই প্রান্তে অবস্থান করে একে অন্যকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ

আরো পড়ুন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে আছি। পুলিশও আছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি।

রেজাউল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়