ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

শেরপুর কারাগারে অসুস্থ হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩  
শেরপুর কারাগারে অসুস্থ হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেরপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মানিক মিয়া (৩০) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তার কয়েদি নম্বর ৬২৫৯/এ।

জেলা কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় কারা অভ্যন্তরে শ্বাসকষ্টে আক্রান্ত হন কয়েদি মানিক। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) সকাল সাড়ে ৮ টায় তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া বলেন, সে দীর্ঘ দিনের শ্বাসকষ্টের রোগী ছিলেন। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর অন্য কোন কারণ থাকলে ময়নাতদন্তের পর জানা যাবে।

জেলসুপার আরও বলেন, তিনি নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এক মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাবার নাম মৃত হায়দর আলী। তিনি শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ১০ জুলাই ২০১৮ থেকে তিনি জেল হাজতে ছিলেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি হিসেবে মৃত্যুবরণ করেন।

তারিকুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়