ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

কুমিল্লায় ১০৮ বস্তা আলু জব্দের পর ৩৫ টাকায় বিক্রি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩
কুমিল্লায় ১০৮ বস্তা আলু জব্দের পর ৩৫ টাকায় বিক্রি

কুমিল্লায় অভিযান চালিয়ে ১০৮ বস্তা আলু জব্দ করে সরকার নির্ধারিত দাম ৩৫ টাকা দরে বিক্রি করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। এ সময় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর)  দুপুরে শহরের চকবাজারে অভিযান পরিচালনা করেন কুমিল্লা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে চকবাজারে পাইকারদের বেচাকেনা মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তাদের মজুত, বিক্রয় রশিদ যাচাই করা হয়। মেসার্স অরবিন্দ এন্টারপ্রাইজের বিলে বগুড়া ও চাপাইনবাবগঞ্জ এলাকার রশিদ নকল করা হচ্ছিল। পরে গোডাউন তল্লাশি করে ১০৮ বস্তা আলু জব্দ করা হয়। জব্দ করা আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়। 

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, চকবাজার ব্যবসায়ী সমিতি এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়