ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিসীম: মাশরাফি

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিসীম: মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‌‌‘সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে ইমামদের এগিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামরা। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।’ 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উদ্যোগে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন- লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া পৌর মেয়র  সৈয়দ মসিয়ুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম প্রমুখ। 

শরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়