ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ন্যায়কুঞ্জের উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩  
চাঁপাইনবাবগঞ্জে ন্যায়কুঞ্জের উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ন্যায়কুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাস, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএম ইফতেখার মজিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি নাজমুল আজমসহ অন্যরা। 

প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ বিশ্রামাগার বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তর। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএম ইফতেখার মজিদ জানান, সারা দেশে একই মডেলে ন্যায়কুঞ্জ নির্মিত হচ্ছে। এটির আয়তন হবে এক হাজার বর্গফুট। এই বিশ্রামাগারে বিচারপ্রার্থীদের জন্য অর্ধশতাধিক আসন রয়েছে। বিশুদ্ধ খাবার পানি এবং মায়েদের জন্য দুগ্ধপান কর্নার ও শৌচাগারের ব্যবস্থাও রয়েছে।
 

শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়