ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কলেজ ছাত্রীকে ২ মাস আটকে রাখা সেই কনস্টেবল গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩  
কলেজ ছাত্রীকে ২ মাস আটকে রাখা সেই কনস্টেবল গ্রেপ্তার

গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আল আমিন

ঠাকুরগাঁওয়ে এক কলেজ ছাত্রীকে ২ মাস আটকে রাখার ঘটনায় অভিযুক্ত সেই পুলিশ কনস্টেবল আল আমিনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহর থেকে আটকের পর মামলায় গ্রেপ্তার দেখায় সদর থানা পুলিশ। 

গ্রেপ্তার আল আমিন ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবরডাঙ্গা এলাকার তৈবুর রহমানে ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁও সরকারি কলেকের প্রথম বর্ষের এক ছাত্রীকে ২ মাস আটকে রাখেন কনস্টেবল আল আমিন ও তার বন্ধু রবিউল। গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শহরের হাজিপাড়া একটি ম্যাচ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে অপর আসামি রবিউলকে (৩২) গ্রেপ্তার করা হয়। রবিউল ঠাকুরগাঁও সদর হাসপাতালে টেলি মেডিসিন পদে চাকরি করতেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নের আব্দুল কাশেমের ছেলে।

আরো পড়ুন:

এ ঘটনায় আজ সকাল ১১টার সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। 

আরও পড়ুন: কলেজছাত্রীকে দুই মাস আটকে রেখেছিল কনস্টেবল, থানায় মামলা

ভুক্তভোগী জানান, আল আমিন আমাকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার নিয়ে যান। সেখানে ৫ দিন রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কক্সবাজার থেকে এসেই জানতে পারি সে বিবাহিত। আমি নিশ্চিত হই সে প্রতারক। আমি আমার বাসায় ফিরে যেতে চাই। বারবার তাকে অনুরোধ করি। কিন্তু আল আমিন ও রবিউল আমাকে আটকে রাখেন। ২ মাস পর্যন্ত আমাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে রেখে নির্যাতন করেছেন তারা। 

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আল আমিন ও রবিউল আমার মেয়েকে ফাঁদে ফেলেছে। তাদের পরামর্শে মাস তিনেক আগে  একদিন আমার বাসায় গচ্ছিত থাকা ৮ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে আমার মেয়ে পালিয়ে যায়। তারা আমার মেয়েকে কখনও রবিউলের বোনের বাসায়, কখনও মহিলা ম্যাসে, কখনও বা কক্সবাজার নিয়ে গেছে। প্রায় তিনমাস পর একটি মহিলা ম্যাস থেকে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করতে পেরেছি। আমি এই অন্যায় ও জুলুমের বিচার চাই। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই কনস্টেবল আল আমিনকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। অবশেষে আজ সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঈনুদ্দীন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়