ঢাকা     মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৮ ১৪৩১

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা

নাটোরে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে (৩৫) কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাটোর সদর উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে তাকে কোপানো হয়। আহত বাপ্পী শহরের কান্দিভিটুয়া মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পী সদর উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।

নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় বাপ্পীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বিষয়টির তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

আরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়