ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পাখি বিক্রির দায়ে যুবককে জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৩
পাখি বিক্রির দায়ে যুবককে জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে পাখি শিকার করে বিক্রয় করার দায়ে জুবায়ের আলী (৩২) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদে এ জরিমানা করে চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা। এ সময় ঘুঘু-বাবুইসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক পাখি অবমুক্ত করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দ্বিতীয় চককীর্তি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। 

আনোয়ার হাসান আনু মিঞা জানান, সকালে অবৈধভাবে পাখি শিকার করে চককীর্তি বাজারে বিক্রয় করছিল জুবায়ের আলী। গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করে গ্রাম পুলিশ। পাখি শিকার করে বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার কাছে থাকা দেড় শতাধিক পাখি অবমুক্ত করা হয়।
 

আরো পড়ুন:

শিয়াম/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়