ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

‘ভিসানীতির কারণে বিএনপি বেকায়দায় পড়বে’

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
‘ভিসানীতির কারণে বিএনপি বেকায়দায় পড়বে’

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে আওয়ামী লীগ ভীত নয় বরং এতে বিএনপিই বেকায়দায় পড়বে। কারণ বিএনপির আন্দোলন মানে অগ্নিসন্ত্রাস, ভাড়াটে কিছু লোক দিয়ে ত্রাস সৃষ্টি করা। জনগণকে নিয়ে বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু উপস্থিত ছিলেন।

কবির বিন আনোয়ার বলেন, ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪১টি জেলায় এখন পর্যন্ত স্মার্ট কর্নার খোলা হয়েছে। এখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা সরকারের উন্নয়ন কর্মসূচি ছাড়াও গুজব প্রতিরোধসহ নানা বিষয়ের কনটেন্ট প্রচার করতে পারেন।

আরো পড়ুন:

তিনি আরো বলেন, আগামী নির্বাচন অবশ্যই অংশ গ্রহনমূলক হবে। আওয়ামী লীগের সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে। কাজেই ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি থাকবে।

বাদশাহ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়