ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

টাঙ্গাইলে ৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
টাঙ্গাইলে ৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

টাঙ্গাইলের ভূঞাপুরে ৭৭ পাউন্ড কেক কেটে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে জন্মদিনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান চকদার, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, অর্জূনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এ উপলক্ষে ভূঞাপুর শাহজাহান দারুস উল্লাহ এতিম খানায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরন করা হয়।

কাওছার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়