ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩
বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে সাদিকুল ইসলাম (৩২) নামে এক যুবক খুন হয়েছে। পুলিশ বড় ভাইকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গার শ্রীরামপুরে তাকে খুন করা হয়। নিহত সাদিকুল ওই এলাকার আফসার আলী ওরফে পাঠানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শফিকুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে তার ছোট ভাই সাদিকুলের পা ও পেটে ছুরিকাঘাত করে। পরে তার পরিবারের লোকজন জেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন। রাত ৯টার দিকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।  

আরো পড়ুন:

মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
 

শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়