ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আতাউর রহমান আতা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান আতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বুধবার (২৭ সেপ্টম্বর) নিজেদের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলায় বিজ্ঞ আদালত তার অপরাধ আমলে নিলে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। সেহেতু তার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পত্রে জানানো হয়।

আরো পড়ুন:

এ বিষয়ে আতাউর রহমান আতা বলেন, ‘আমি প্রজ্ঞাপন ফেসবুকের মাধ্যমে দেখেছি। এখনও অফিসিয়ালি পাইনি। তবে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার বিষয়টি ঠিক আছে। ২০২২ সালে তহসিলদারকে মারার কারণে আমার নামে মামলা হয়েছিল।’

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, ‘অফিসিয়ালি চিঠি পাইনি।’

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘আমরা এখনো অফিসিয়ালি প্রজ্ঞাপন পাইনি। পেলে এ বিষয়ে বলতে পারব।’ 

বাদশাহ/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়