ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩  
রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালিত

‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন’- এই প্রতিপাদ্যে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উদযাপন হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়ে হার্ট ফাউন্ডেশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সাধারণ সম্পাদক ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান। সভাপতিত্ব করেন সহ-সভাপতি হাসেন আলী।

সভায় আলোচক হিসেবে কথা বলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক, বারিন্দ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহাদত হোসেন রওশন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রাজেশ কুমার ঘোষ প্রমুখ।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট ফাউন্ডেশনে এদিন ১০৫ জন হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

কেয়া/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়