ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কলারোয়ায় দিনব্যাপী লাঠি খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৩  
কলারোয়ায় দিনব্যাপী লাঠি খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালীতে দিনব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওফাপুর যুব সংঘের আয়োজনে স্থানীয় ফুটবল মাঠে এই খেলার উদ্বোধন করেন যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান। পরে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন- গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদের এই ধরনের খেলা বেশি বেশি আয়োজন করতে হবে। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, ইউপি সদস্য মফিজুল ইসলাম, শাহজাহান সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনছুর গাজী, আরশাদ ঢালী প্রমুখ। এসময় হাজারও মানুষ খেলাটি উপভোগ করেন।

আরো পড়ুন:

প্রসঙ্গত, লাঠি খেলা এক সময়ে সাতক্ষীরার মাঠে মাঠে দেখা যেত। ঢালীরা লাঠি নিয়ে নানা কৌশলে খেলা পরিচালনা করতেন। আর মাঠের চারপাশে হাজারো দর্শক সেটি উপভোগ করতেন। 

খেলাটির নাম লাঠি খেলা হলেও যারা খেলেন তাদের ঢালী বলা হয়। যে কারণ অনেকে এই খেলাকে ঢালী খেলা হিসেবেও চেনেন।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়