ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

হবিগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ০৯:৩৫, ১ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

হবিগঞ্জ জেলার বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী (৪৫) ও উস্তার মিয়া (৩৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার চেরাগ আলী ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরোধের জেরে এ সংঘর্ষে বলে স্থানীয়রা জানিয়েছেন।  

নিহত ইউসুফ আলী বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কামারগাঁও গ্রামের বাসিন্দা। উস্তার মিয়াও একই গ্রামের বাসিন্দা। 

রাত ১ টায় অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান দুইজনের মৃত্যু তথ্য নিশ্চিত করে জানান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকসুদ আলীর সাথে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের লোকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উভয় পক্ষের লোকজন হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়েন। এতে যুবলীগ নেতা ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা মকসুদ আলী ও তার পক্ষের উস্তার মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ইউসুফ আলী ও উস্তারকে মৃত ঘোষণা করেন। মকসুদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী নিয়ে বিরোধ ছিল, বিষয়টি স্পষ্ট নয়। এদিকে, রাত ১২টায় দুজন নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সংঘর্ষকারীরা কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের জানান, রাত ১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছিল। অপরদিকে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানেও দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়