ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

বিজয়নগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২ অক্টোবর ২০২৩  
বিজয়নগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যে আলু পেঁয়াজ এবং ডিম বিক্রিয় না করার অপরাধে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

রোববার দুপুরে উপজেলার আমতলি বাজারে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়েরর সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, বিজয়নগর উপজেলার আমতলি বাজারে ভোক্তা অধিদপ্তর অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অপরাধে নাসির মেডিক্যাল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়, এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত মূল্যে আলু পেঁয়াজ এবং ডিম বিক্রয়ের নির্দেশনা পরিপালন না করায় দুটি প্রতিষ্ঠানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। জনসার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 

/মাইনুদ্দীন/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়