ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কুমিল্লায় ২০০ বস্তা আলু জব্দের পর ৩৫ টাকা দরে বিক্রি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:০৬, ২ অক্টোবর ২০২৩
কুমিল্লায় ২০০ বস্তা আলু জব্দের পর ৩৫ টাকা দরে বিক্রি

কুমিল্লার একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে দশ হাজার কেজি (২০০  বস্তা) আলু জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সেই আলু খুচরা ব্যবসায়ীদের মধ্যেমে সাধারণ ক্রেতাদের কাছে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

সোমবার  (২ অক্টোবর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার কংসনগর বাজার এলাকার মেসার্স এ ক‌রিম কোল্ড‌ স্টো‌রে‌জে অভিযান চালান কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। অভিযানে বুড়িচং থানার এএসআই কা‌শে‌মের নেতৃ‌ত্বে দেবপুর ফাঁড়ি পু‌লি‌শের এক‌টি টিম এবং কংসনগর বাজার ব্যবসায়ী স‌মি‌তি সহ‌যো‌গিতা ক‌রে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বুড়িচংয়ে আলু বেচাকেনা মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ফ‌ড়িয়া ব্যবসায়ীরা কৃষক‌দের কাছ থে‌কে ভাউচার কি‌নে অ‌তি‌রিক্ত দা‌মে আলু বিক্রির চেষ্টা কর‌ছিলেন। আমাদের তত্ত্বাবধা‌নে সরকার নির্ধা‌রিত রে‌টে উপ‌স্থিত খুচরা ব্যবসায়ীদের কাছে আলু বিক্রির ব্যবস্থা করা হয়। খুচরা ব্যবসায়ীরা পরে সেই আলু স্থানীয় কংসনগর বাজা‌রে ৩৫ টাকা দরে বিক্রি করেন সাধারণ ক্রেতাদের কাছে।

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়