ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

৪ লাখ টাকাসহ ৪ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২ অক্টোবর ২০২৩  
৪ লাখ টাকাসহ ৪ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার 

পটুয়াখালীর দুমকিতে ৪ লাখ টাকাসহ ৪ ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এ তথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন, খলিলুর রহমান, রিপন সিকদার, রুবেল বিশ্বাস ও কাওসার সিকদার। তাদের সকলের বাড়ি পটুয়াখালী জেলায়। 

পুলিশ সুপার জানান, রোববার (১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে লেবুখালী টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাদা রঙের মাইক্রোবাস, ডিবি পুলিশ লেখা পোশাক এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

পুলিশ সুপার আরও জানান, তারা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছে থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসছিলেন। রাতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। 
 

ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়