নকলায় ইউনিয়ন আ.লীগের ২০ নেতার পদত্যাগ
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কমিটিতে কাঙ্খিত পদ না পাওয়া ও কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগে শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়ন আওয়ামী লীগের দুই সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ২০ নেতা পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার টালকি ইউনিয়নের জামতলি বাজারে পদত্যাগের ঘোষণা দেন নেতারা। এর আগে গত ৩ সেপ্টেম্বর ইউনিয়ন কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৯ মার্চ নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টালকি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। ওই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ নকলা উপজেলার আওয়ামী লীগের নেতারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পদগুলোর নাম ঘোষণা করেন। কিন্তু তাদের অনেককেই বাদ দিয়ে পরে ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। এই কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভ দেখা দেয় টালকি ইউনিয়নের নেতা কর্মীদের মধ্যে।
পদত্যাগ করা নেতারা জানান, নতুন কমিটির সাধারণ সম্পাদক বিএনপির রাজনীতি করতেন। কাউন্সিলে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের অনেকের নাম কমিটিতে নেই। এছাড়াও কমিটি করার সময় স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের মতামত নেওয়া হয়নি। দলে অনেক হাইব্রিড নেতাকে মূল্যয়ন করে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে।
টালকি ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সায়েদুল হক তারা বলেন, টালকি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে বিতর্কিত লোকদের বারবার পদ পদবি দেওয়া হয়েছে। দলের জন্য যারা কাজ করেছেন এবং বহু ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই প্রধানমন্ত্রীর কাছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের দাবি দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয়।
নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, দীর্ঘদিন যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে। কারা কি কারণে পদত্যাগ করেছেন তার কোনো তথ্য আমার জানা নেই। তাদের পদত্যাগ পত্রও এখনো হাতে পায়নি।
তারিকুল/ মাসুদ