ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৩ অক্টোবর ২০২৩  
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ ‘এমভি লুনা রোসা’। 

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরের পশুর চ্যানেল হারবাড়িয়া ১১ নম্বর এ্যাংকোরোজে নোঙ্গর করে জাহাজটি। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক কয়লা নিয়ে জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজুল হক বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া মোয়ারা পন্থাই বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি লুনা রোসা। আজ দুপুরে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে জাহাজটি। জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। খালাস শেষে লাইটার যোগে কয়লা বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

শহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়