ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

৩ দিন ধরে বন্ধ রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল

রাজবাড়ী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:৪৮, ৪ অক্টোবর ২০২৩
৩ দিন ধরে বন্ধ রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে আজও রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। গত সোমবার (২ অক্টোবর) ভোর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকার বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলের অনুমতি দেয়। কিন্তু গোল্ডেন লাইন পরিববন প্রতিদিন ৪-৫টি ট্রিপ চালাতে থাকে। এ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে রাজবাড়ী বাস মালিক সমিতির সামনে কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস আটকে দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি কর্তৃপক্ষ। 

এর জের ধরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রোববার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকেরা রাজবাড়ীর সকল বাস কাউন্টার বন্ধ করে দেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। এর ফলে গত সোমবার সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকার কারণে রাজবাড়ী থেকে ঢাকাগামী যাত্রীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। যাত্রীদের রাজবাড়ী থেকে ঢাকা সরাসরি কোনো বাস না থাকায় মাহেন্দ্র, অটোতে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত গিয়ে ফেরি পার হয়ে তারপর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ঢাকাগামী বাসে যেতে হচ্ছে। এতে ভোগান্তি ও খরচ বেড়েছে যাত্রীদের। 

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের বাস রাজবাড়ী দিয়ে দুই ট্রিপ দেওয়ার কথা থাকলেও তারা এর বেশি ট্রিপ দিচ্ছে। আমরা তাদের বলার পরেও তারা বেশি ট্রিপ চালাচ্ছেন। তাই আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। তারাও আমাদের রাজাবাড়ীর ওপর দিয়ে তাদের বাস চলাচল আপাতত বন্ধ রেখেছে। তারা দুই ট্রিপ চালাতে রাজি না হওয়া পর্যন্ত বাস চালাচল বন্ধ থাকবে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর একই কারণে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে পরেরদিনই আবার চালু হয়।

  রবিউল আউয়াল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়