ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকারীর শাস্তি দাবি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ৪ অক্টোবর ২০২৩  
টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকারীর শাস্তি দাবি

টাঙ্গাইলে ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে টাঙ্গাইল সদর উপজেলার উত্তর বেগুনটাল গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এতে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী মালেকা বেগম, ছেলে মোতালেব হোসেন বাবু, এলাকাবাসী আব্দুল হালিম, মো. আরফান আলী, সুজাব আলী ও বরকত আলী প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর উপজেলার গুগড়া ইউনিয়নের উত্তর বেগুনটাল গ্রামে জমিতে কালাই বোনা নিয়ে সংঘর্ষে আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা করেন।

/কাওছার/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়