ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

আশুলিয়ায় ৩ খুন: আসামিদের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:০৯, ৪ অক্টোবর ২০২৩
আশুলিয়ায় ৩ খুন: আসামিদের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ 

গ্রেপ্তার দুই আসামি

সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

বুধবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানা থেকে তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। 

এর আগে, সোমবার (২ অক্টোবর) রাতে গাজীপুরের শফিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব সদর দপ্তর থেকে তাদের থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার দুই জন হলেন- হত্যাকাণ্ডের হোতা সাগর আলী (৩১) ও তার স্ত্রী ইশিতা বেগম (২৫)।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন বাবুল (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সাগর সাভারের বারইপাড়া এলাকায় সাগর আলীর সাথে ভুক্তভোগী মোক্তার হোসেন বাবুলের পরিচয় হয়। কবিরাজি ও ভেষজ ওষুধের দোকানে তার শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসা নিয়ে কথা হয় সে সময়। ওই সময় ৯০ হাজার টাকায় চুক্তি হয় ওষুধ দেওয়ার বিষয়ে। পরিকল্পনা অনুযায়ী ২৯ সেপ্টেম্বর সকালে সাগর ও তার স্ত্রী গাজীপুরের মৌচাক থেকে মোক্তারের সঙ্গে আশুলিয়ার ইউনিক মোড়ে সাক্ষাৎ করতে তাদের বাসায় যান। বাসায় গিয়ে চেতনানাশক খাইয়ে মোক্তার, তার স্ত্রী ও ছেলেকে অজ্ঞান করে বটি দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে। এর আগে ২০২০ সালে একই কায়দায় টাঙ্গাইলে চার জনকে হত্যা করেছেন সাগর আলী। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, আজ তাদের দুই জনকে আদালতে পাঠানো হয়েছে। দুই জনেরই পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। 

সাব্বির/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়