ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:৪৬, ৪ অক্টোবর ২০২৩
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফাইল ফটো

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) বিকেলে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্স অনথিন রোজারিও (৩৪) ঢাকার নবাবগঞ্জের ফ্লিপ রোজারিও এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন প্রিন্স অনথিন রোজারিও। পথিমধ্যে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি (তদন্ত) মো. আলমগীর আশরাফ বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কাওছার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়