ট্রাক চাপায় মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আশিক হোসেন
সাভারের আশুলিয়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আশিক হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে নয়ারহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আশিক ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে অধ্যায়ন শেষ করেছেন। তার বাবা আওলাদ হোসেন সোমভাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
আশিকের চাচা আমির হোসেন বলেন, আশিক বিকেলে মোটরসাইকেলে করে আশুলিয়ার নবীনগরে মোবাইল ঠিক করতে যায়। ফেরার পথে ট্রাকের চাপায় মারা যান তিনি। আজ তার বিয়ের দিন ঠিক হওয়ার কথা ছিল। কিন্তু সে মারা গেলো। আশিক তার বাবার একমাত্র ছেলে ছিল।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পাথর বেঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
সাব্বির/মাসুদ