ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৬ অক্টোবর ২০২৩  
বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সামনে দুর্গাপূজা। জাতীয় নির্বাচনের সময়ও চলে আসছে। এই সময়ে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত যেন কোনও সহিংসতা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় চাঁদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, জাতির সবচেয়ে সচেতন ও সজাগ অংশ শিক্ষার্থীরা। তারা সবসময় চোখ-কান খোলা রাখে। শিক্ষার্থীরাই পারে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তারা সবচেয়ে বড় অবদান রাখতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল, চাঁদপুর জেলা কমান্ডার উজ্জ্বল কুমার পাল প্রমুখ।

অমরেশ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়