ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

টানা বৃষ্টিতে সাভার-আশুলিয়ায় জলাবদ্ধতা, দুর্ভোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:১৯, ৬ অক্টোবর ২০২৩
টানা বৃষ্টিতে সাভার-আশুলিয়ায় জলাবদ্ধতা, দুর্ভোগ

টানা বৃষ্টিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, পানি ঢুকে পড়েছে বসতবাড়ি ও মার্কেটে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (৬ অক্টোবর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাইপাইল করিম সুপার মার্কেটের ব্যবসায়ী নেছার উদ্দিন খান বলেন, গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। যেসব জিনিসপত্র নিচে রাখা ছিল, সব পানিতে ডুবে গেছে। বর্তমানে দোকানে হাঁটু পরিমাণ পানি।

মাছের আড়তদার রবিন চন্দ্র বলেন, কি আর বলবো। রাত থেকে জেগে আছি। পানি আড়তে প্রবেশ করছে, দেখছি। কিন্তু কিছু করার নাই। কারণ আশপাশে সব জায়গায় পানি উঠেছে।

প্রাইভেটকার চালক কাউসার হোসেন বলেন, জামগড়া যাবো বলে সকালে ঢাকা থেকে এসেছি। এখানে এসে দেখি এক হাঁটু পানি। গাড়ির ভেতরে প্রায় পানি প্রবেশ করছে। শুনেছি রাস্তার বিভিন্ন জায়গায় কোমর সমান পানি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন, দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাব্বির/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়